ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ট্রাম্পের অভিশংসন শুনানি শুরু, সিনেটরদের লড়াই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ২২ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:০০, ২২ জানুয়ারি ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট অভিশংসনের বিচার শুরু হয়েছে। এসময় ডেমোক্রাটরা অভিশংসনের পক্ষে নতুন প্রমাণ সংগ্রহে বারবার প্রচেষ্টা চালালেও তা নাকচ করেছে সিনেট।

এরইমধ্যে অন্য রিপাবলিকান সিনেটরদের চাপের মুখে বিচারের শুনানি দ্রুত শেষ করার প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল।

ডেমোক্রাটরা বলছেন, এটা ধামাচাপা দেবার ঘটনা ছাড়া আর কিছুই হবে না।

ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের তদন্তে বাধা দেয়ার অভিযোগ রয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভূয়া’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

সিনেটররা নিরপেক্ষ বিচারক হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে এই বিচার প্রক্রিয়ায় সপ্তাহে ছয়দিন ছয় ঘণ্টা করে শুনানি চলবে।

এ নিয়ে তৃতীয়বারের মতো কোন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসন বিচারের মুখে পড়লেন এবং কতদিন ধরে এটি চলবে সেটাও অনিশ্চিত।

ডেমোক্রাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে গত মাসে অভিশংসিত হন ট্রাম্প।

কিন্তু সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ধারণা করা হচ্ছে যে তারা প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে তাকে তার দপ্তর থেকে সরাবে না।

ডেমোক্রাটরা কিভাবে বাধার মুখে পড়েছিল?

অভিশংসন বিচারে নথি এবং প্রমাণ সংগ্রহের প্রচেষ্টায় মঙ্গলবার ডেমোক্রাটরা তিনবার সিনেটের ভোটে প্রত্যাখ্যাত হয়। দলীয় ভোট অনুসারে এর বিপক্ষে ৫৩টি এবং পক্ষে ৪৭টি ভোট পড়ে।

ইউক্রেন এবং মিস্টার ট্রাম্প সম্পর্কিত হোয়াইট হাউসের ফাইল উপস্থাপন করতে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমারের প্রস্তাব বাতিল করেন সিনেটররা।

এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোয়াইট হাউসের বাজেট দপ্তরের রেকর্ড এবং নথি প্রকাশের দাবি জানিয়ে আনা একটি প্রস্তাবও বাতিল করে দেয়া হয়।

অভিশংসন বিচারের নেতৃত্বে থাকা হাউস ডেমোক্রাট অ্যাডাম শিফ তার উদ্বোধনী বিবৃতিতে বলেন, বেশিরভাগ আমেরিকান ‘বিশ্বাস করে না যে ন্যায় বিচার হবে।’

‘তারা বিশ্বাস করে না যে সেনেট নিরপেক্ষ হবে’,তিনি বলেন। ‘তারা বিশ্বাস করে যে ফলাফল পূর্ব নির্ধারিত।’

এর আগে প্রেসিডেন্টের আইনজীবী দল এই বিচারকে ‘সংবিধানের বিপদজনক বিকৃতি’ উল্লেখ করে তা থেকে প্রেসিডেন্টের নিস্তার দাবি করে।

মিচ ম্যাককনেল কিভাবে চাপের মুখে পড়লেন?

প্রেসিডেন্টের আইনজীবীদের সমর্থনে, ম্যাককনেল প্রাথমিকভাবে প্রাথমিক যুক্তি-তর্ক সংক্ষিপ্ত করে তিনদিনের পরিবর্তে দুইদিনে শেষ করার পরিকল্পনা করেছিলেন।

কিন্তু রিপাবলিকানসহ অন্য সেনেটরদের সাথে এক বৈঠকের পর, মিস্টার ম্যাককনেল মঙ্গলবার প্রাথমিক যুক্তিতর্ক তিন দিনেই শেষ করার পক্ষে মত দেন।

সিনেটররা উদ্বেগ জানিয়ে বলেন যে, মার্কিন ভোটাররা মধ্যরাতের অধিবেশন খুব ভালভাবে দেখবে না।

হোয়াইট হাউসের কাউন্সেল এবং প্রেসিডেন্টের প্রধান আইনজীবী বলেন, ‘এটা সুষ্ঠু প্রক্রিয়া। এখানে অন্য কোন বিষয় নেই।’

পদ্ধতিগত জটিলতা আরো কয়েক দিন থাকবে বলে আশা করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদের জন্য ট্রাম্পের বর্তমান ও সাবেক প্রশাসন সদস্যদের যেমন সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনের উপস্থিতির দাবি জানিয়েছে ডেমোক্রাটরা।

কিন্তু রিপাবলিকানরা সাক্ষী এবং নথির বিষয়ে যুক্তি-তর্ক উপস্থাপন বিচার প্রক্রিয়ায় আরো পরের দিকে নিয়ে যাওয়ার কথা বলছে।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ কী?

প্রথমত, প্রেসিডেন্ট ইউক্রেনের সরকারের কাছে তাকে নভেম্বরে পুনঃনির্বাচিত হতে সাহায্য করতে সহায়তা চাইছে।

অভিযোগ রয়েছে যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কির সাথে এক ফোনালাপে, ডেমোক্রেট দলের হোয়াইট হাউসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তদন্তের আহ্বান জানিয়েছেন, যার ছেলে হান্টার ইউক্রেনের জ্বালানি ফার্ম বুরিশমার একজন বোর্ড সদস্য। তা নাহলে তিনি সামরিক সহায়তা স্থগিত রাখার কথা বলেন।

দ্বিতীয় অভিযোগটি হচ্ছে, গত বছর অভিশংসন শুনানিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে অসম্মতি জানান, যার মাধ্যমে মিস্টার ট্রাম্প কংগ্রেসকে বাধা দেন।

গত ১৮ই ডিসেম্বর ডেমোক্রেট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে ভোটের মাধ্যমে মিস্টার ট্রাম্পকে অভিশংসিত করে। যার শুনানি সিনেটে চলছে।

সূত্র: বিবিসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি