ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সৌদি-ইরান সম্পর্কের মোড় ঘুরছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ২২ জানুয়ারি ২০২০ | আপডেট: ২২:৩৩, ২২ জানুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, ‘ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে সৌদি আরব।’ এমন এক সময় তিনি এ কথা বললেন যখন সৌদি ও ইরানের সম্পর্ক অনেকটা তলানিতে।

আজ বুধবার ফারহান বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনাকে স্বাগত জানাই, তবে শর্ত হলো বিভিন্ন গোষ্ঠীর প্রতি সহিংসতামূলক সহযোগিতা বন্ধ করতে হবে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময়ে এই অভিযোগ করলেন যখন সৌদি আরব প্রতিবেশী দেশ ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে এবং আইএসসহ বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক দেশ ইরানের সঙ্গে আমাদের আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের জন্য প্রস্তাব দিচ্ছে। আমরা এজন্য খুশি যে, ইরানের সঙ্গে সহিংসতা ও উত্তেজনা থেকে গোটা অঞ্চল বিরত থেকেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তারা সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি