ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিবাহবার্ষিকীতে ট্রাম্প-মেলানিয়াকে হোয়াইট হাউজের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:০৬, ২৩ জানুয়ারি ২০২০

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি মেলানিয়া তার স্বপ্নের রাণি। রোমান্স আর মধুরতায় ১৫টি বছর কেটেছে তাদের। উত্থান-পতন আর রোমান্স তাদের দাম্পত্য জীবনকে টেনে নিয়ে যাচ্ছে অন্যসবার মতই। ২০০৫ থেকে ২০২০। দুজনে এক সাথে পথ চলার ১৫তম বার্ষিকী ছিল বুধবার।

প্রেসিডেন্ট ও ফাস্ট লেডির বিবাহবার্ষিকী বলে কথা। হোয়াইট হাউজ থেকে প্রকাশিত হয়েছে একটি রোমান্টিক ছবি। ছবিটি সবার নজর কেড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বুধবার তাদের এ রোমান্টিক ছবিটি প্রকাশ করা হয়।

ছবিতে দেখা যায়, হাতে হাত রেখে ট্রাম্প-মেলানিয়া দুজনে নাচছেন, পেছনে বাদ্যযন্ত্র বাজছে। ধারনা করা হচ্ছে, বড়দিন উদযাপনের সময় ছবিটি তোলা হয়েছিল।

উল্লেখ্য, সাবেক স্লোভেনিয়ান মডেল মেলানিয়া ট্রাম্পের তৃতীয় স্ত্রী। ২০০৫ সালে ট্রাম্প-মেলানিয়ার বিয়ে হয়। এরপরের বছর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান মেলানিয়া। তিনিই প্রথম মার্কিন ফার্স্ট লেডি যার মাতৃভাষা ইংরেজি নয়।
এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি