ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় বিদ্রোহীদের হামলা, হতাহত ১২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২৪ জানুয়ারি ২০২০

বিদ্রোহীদের হামলায় বিধ্বস্ত বাড়ি-ঘর

বিদ্রোহীদের হামলায় বিধ্বস্ত বাড়ি-ঘর

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদ্রোহীদের হামলায় সরকারি বাহিনীর অন্তত ৪০ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

মস্কো বলছে, সাম্প্রতিক সময়ে সিরিয়ায় হওয়া বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত রয়েছে বিদ্রোহী গোষ্ঠী। সরকারি বাহিনীর প্রতিরোধের ফলে তাদের অন্তত ৫০ জন বিদ্রোহী নিহত ও ৯০ জন আহত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীরা বর্তমানে ইদলিবে অবস্থান করছে। তাদেরকে সেখান থেকে সরাতে জোরালো অভিযানে নামে সিরিয়ার সরকারি বাহিনী ও রুশ সৈন্যরা। এর ফলে গত এক সপ্তাহে লাখ লাখ মানুষ অঞ্চলটি ছেড়ে পালিয়ে যায়।

তবে, এ হামলার কথা অস্বীকার করেছেন বিদ্রোহীদের জোট ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মুখপাত্র নাজি আল মুস্তফা।
তিনি বলেন, চলতি সপ্তাহের শুরুতে বিদ্রোহীদের ওপর হামলা চালায় সরকারি বাহিনী। এর জবাবে একবারই পাল্টা হামলা চালায় তারা। তবে এই ধরনের কোনও হামলার ঘটনা ঘটেনি। 

এদিকে, গত সপ্তাহে ইদলিব প্রদেশে সরকারি বাহিনী এবং তাদের মিত্র রুশ বাহিনী দেশটির উত্তর-পশ্চিমে তীব্র বিমান হামলা চালানোয় কমপক্ষে ২১ জন নিহত হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি