ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাতারের নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ২৮ জানুয়ারি ২০২০

শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি

শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি

পদত্যাগ করলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আবদুল্লাহর পদত্যাগের পর তার উত্তরসূরি হিসেবে শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির নাম ঘোষণা করেছেন আমির শেখ তামিম। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, আবদুল্লাহর পদত্যাগের পরপরই শেখ খালিদ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে শপথ পাঠ করিয়েছেন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সেক্ষেত্রে, প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন শেখ খালিদ। 

তবে, আবদুল্লাহ কেন তার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তার কোনও কারণ জানা যায়নি। ২০১৩ সালের ২৬ জুন কাতারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন আবদুল্লাহ। এর আগে তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি