ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় যুবকের মৃত্যু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ৩০ জানুয়ারি ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মালয়েশিয়ায় কর্মরত মনির হোসেন নামে ২৪ বছরের এক ভারতীয় যুবক।

মনিরের বাড়ি ত্রিপুরার সিপাইজোলাতে। মনিরের মৃত্যুসংবাদ জানিয়ে কুয়ালালামপুর থেকে তাঁর এক সহকর্মী ত্রিপুরায় গ্রামের বাড়িতে ফোন করেন বলে জানান মনিরের আত্মীয়রা। 

মালয়েশিয়ায় একটি রেস্তোরাঁয় কাজ করতেন মনির। মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৮ সালে কাজের সন্ধানে মালয়েশিয়াতে যান মনির।  

ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে, মালয়েশিয়া সরকার তাদের কিছু জানায়নি। মালয়েশিয়া থেকে মনিরের দেহ কীভাবে আনা হবে সেই নিয়ে কেন্দ্রের দ্বারস্থ হয়েছে মনিরের পরিবার।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি