ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভারতে করোনা ভাইরাস শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ৩০ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৭:০৮, ৩০ জানুয়ারি ২০২০

এবার ভারতেও থাবা বসাচ্ছে করোনাভাইরাস- প্রতীকী ছবি

এবার ভারতেও থাবা বসাচ্ছে করোনাভাইরাস- প্রতীকী ছবি

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করেছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উহান থেকেই ভাইরাসটি প্রথমে চীনের বিভিন্ন অঞ্চল এবং পরবর্তীতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

২০১৯ সালের শেষ দিকে করোনা ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৭১ জন। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ১৯ জায়গায় অন্তত ৯১ জনের দেহে নভেল করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কেরালায় চীনের উহান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর শরীরে নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঐ রোগীকে হাসপাতালে পৃথক অবস্থায় রাখা হয়েছে। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি