ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের পরিকল্পনায় বাহরাইনের সমর্থনে জনগণের বিক্ষোভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৮, ৩০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ট্রাম্পের 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন বাহরাইনের জনগণ। এ সময় বিক্ষোভকারীদের হাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে লেখা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। কোনো কোনো প্ল্যাকার্ডে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

বিক্ষোভকারীরা বলেন, আমেরিকা হচ্ছে বড় শয়তান এবং সন্ত্রাসবাদের জননী। ফিলিস্তিনিদের অস্তিত্ব ধ্বংস করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনা পেশ করেছেন বলে তারা জানান।

বাহরাইনিরা এ বিষয়ে সেদেশের সরকারের অবস্থানের নিন্দা জানান। কারণ মার্কিন পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি'-কে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার।

গত ২৮ জানুয়ারি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ঘোষণা করেছেন।

তবে স্বশাসন কর্তৃপক্ষসহ ফিলিস্তিনি সংগঠনগুলো ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি