ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

২০ দেশে করোনাভাইরাস শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ৩১ জানুয়ারি ২০২০ | আপডেট: ১০:০২, ৩১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

এক আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতি এই ভাইরাসে এ পর্যন্ত চার বিদেশিসহ ২১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহানেই ২০৪ জন। বাকিরা অন্যান্য শহরের। 

হুবেই প্রদেশ স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, বুধবারের তুলনায় বৃহস্পতিবার বেড়েছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সবশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। এমন অবস্থায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

চীনের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা বলছে, মরণব্যাধি এ ভাইরাস এরইমধ্যে অন্তত ২০টি দেশের প্রায় শতাধিক মানুষের মাঝে শনাক্ত হয়েছে। যারা চীন থেকে নিজ নিজ দেশে ফিরেছেন। চীনের বাইরে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও ভারতের মত দেশে ঢুকেছে এই ভাইরাস। 

এর মধ্যে অস্ট্রেলিয়ায়-৯, কম্বোডিয়ায়-১, কানাডায়-৩, ফ্রান্স-৫, ফিনল্যান্ড-১, জার্মানি-৪, ভারত-১, ইতালি-২, জাপান-১১, মালয়েশিয়া-৮, নেপাল-১, ফিলিপাইন-১, সিঙ্গাপুর-১০, দক্ষিণ কোরিয়া-৬, শ্রীলঙ্কা-১, তাইওয়ান-৮, থাইল্যান্ড-১৪, যুক্তরাষ্ট্র-৬, সংযুক্ত আরব আমিরাত-৪ ও ভিয়েতনামে-৪ জনের মাঝে প্রাণঘাতি এ ভাইরাস শনাক্ত করেছে দেশগুলোর স্বাস্থ্য বিভাগ। 

তবে আশার কথা হলো বাংলাদেশে এখনো করোনাভাইরাসের কোনো রোগী পাওয়া যায়নি। তবে বিদেশফেরত এক যাত্রীকে গতকাল বৃহস্পতিবার করোনা সন্দেহে বিমানবন্দর থেকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে বিস্তার ঠেকাতে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বেশ কয়েকটি দেশ চীনগামী বিমানের ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে ব্রিটিশ এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার এশিয়া, ক্যাথে প্যাসিফিক, এয়ার ইন্ডিয়া ও ফিনএয়ার ইতোমধ্যে চীনগামী বিমানের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে।

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে উহান শহরের এক চিকিৎসাকর্মী দাবি করেছেন ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশটিতে লাখ ছাড়িয়েছে। যদিও করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা এখন ৯ হাজারেরও বেশি বলে দাবি চীনা কর্তৃপক্ষের।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি