ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কঙ্গোয় নতুন হামলায় আরও ২০ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ৩১ জানুয়ারি ২০২০ | আপডেট: ১১:৩১, ৩১ জানুয়ারি ২০২০

গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর এলাইয়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস মিলিশিয়া অধ্যুষিত পূর্বাাঞ্চলে নতুন হামলায় বৃহস্পতিবার ২৪ জন নিহত হয়েছে। এ নিয়ে গত দুই দিনে সেখানে অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। 

কর্মকর্তা ও পর্যবেক্ষকরা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এলাকার প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডোনাট কিবওয়ানা জানান,ওছা প্রদেশের কাছে গোলোযোগপূর্ণ বেনি এলাকার চারটি স্থলে ২৪টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।

দ্য কিভু সিকিউরিটি ট্র্যাকার, কঙ্গো রিসার্চ গ্রুপ ও হিউম্যান রাইট ওয়াচ-এর যৌথ প্রজেক্টের তথ্যে ১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

সূত্র: বাসস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি