ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি বিমানবন্দর ও আরামকো তেল স্থাপনায় হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ১ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

সৌদি বিমান হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দর ও আরামকো তেলস্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে হুতিরা।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের জিজান, আবহা ও নাজরান প্রদেশের বিমানবন্দর, খামিস মুশাইত সামরিক ঘাঁটি এবং আরামকো তেল স্থাপনায় মোট ২৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গত ২৫ থেকে ৩০ জানুয়ারি এসব হামলা হয়েছে বলে জানান জেনারেল সারি।

ইয়েমেনি সেনারা যেসব বিমানবন্দরে হামলা চালিয়েছে সে গুলোকে সৌদি আরব সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে থাকে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা ছিল যে, সৌদি আরবের বিমান হামলার জবাবে তাদের তেলস্থাপনা এবং সামরিকঘাঁটি গুলোতে হামলা চালানো যাবে। এসব হামলায় শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে, ইয়েমেনের সামরিক বাহিনী গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের আরামকো তেলস্থাপনায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল হুথিরা। হামলার পর তেলস্থাপনার উৎপাদন অর্ধেক কমে যায়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি