ওমানে গাড়ি চাপায় ৪ বাংলাদেশি নিহত
প্রকাশিত : ২১:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০০:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২০
ওমান- ম্যাপ
ওমানে সড়ক গাড়ি চাপায় চার বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২ ফেব্রুয়ারি দেশটির আদম এলাকায় কাজ শেষে সাইকেলে চড়ে বাসায় ফেরার পথে গাড়িচাপায় তারা প্রাণ হারান। সোমবার (৩ ফেব্রুয়ারি) ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে বলেও জনান তিনি। তারা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শনজৌরপুর গ্রামের সহিদ আলীর ছেলে সবুর আলী (৩৮) এবং একই উপজেলার হাজিপুর ইউনিয়নের বিলারপাড়া গ্রামের মোহাম্মদ মুসলিম আলীর ছেলে মোহাম্মদ লিয়াকত আলী (৩৯)।
রাষ্ট্রদূত বলেন, রাজধানী মাসকাট থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের একটি মহাসড়ক দিয়ে বাংলাদেশিরা সাইকেল চালিয়ে পার হওয়ার সময় একটি বড় গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
পরে দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় নিজোয়া হাসপাতালে গিয়ে নিহত ব্যক্তিদের মধ্যে দুজনকে শনাক্ত করেন। পরিচয়পত্র সঙ্গে না থাকায় নিহত অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান মো. গোলাম সারওয়ার।
এনএস/
আরও পড়ুন