ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আকাশে সন্তান প্রসব, জরুরি বিমান অবতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৮:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২০

কাতারের দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে ব্যাংকক যাচ্ছিলেন ২৩ বছরের এক মহিলা। বিমান মাঝ আকাশে থাকার সময়ই প্রসব বেদনা ওঠে থাইল্যান্ডের ওই মহিলার। শেষে এক বিমানকর্মীর সহযোগিতায় মাঝ আকাশেই সন্তানপ্রসব করেন তিনি।

সদ্যোজাত ও মায়ের স্বাস্থ্য দেখভালের জন্য মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে কাতার এয়ারওয়েজের ওই বিমানটি।

বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর তিনটে নাগাদ বিমানের মধ্যে সন্তানের জন্ম দেন থাইল্যান্ডের ওই মহিলা। তখনই ক্যাপ্টেন যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে। মেডিক্যাল সহায়তা চাওয়া হয়। সেই মতো ভোর সওয়া ৩টে নাগাদ জরুরি অবতরণ করে বিমানটি। তারপর ওই মহিলাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক বলেন, ‘দোহা থেকে ব্যাঙ্ককগামী কিউআর-৩৮০ বিমানটি মেডিক্যাল সহায়তার জন্য জরুরি অবতরণ করে। নিরাপদেরই ল্যান্ড করেছিল বিমানটি। চিকিৎসক-সহ আমাদের টিম উপস্থিত ছিল সেখানে।’

কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক বলেন, ‘দোহা থেকে ব্যাঙ্ককগামী কিউআর-৩৮০ বিমানটি মেডিক্যাল সহায়তার জন্য জরুরি অবতরণ করে। নিরাপদেরই ল্যান্ড করেছিল বিমানটি। চিকিৎসক-সহ আমাদের টিম উপস্থিত ছিল সেখানে।’

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি