ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের অনুরোধে সৌদির ‘না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২২:১৩, ৬ ফেব্রুয়ারি ২০২০

ওআইসি’র সদস্যভূক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক- ফাইল ছবি

ওআইসি’র সদস্যভূক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক- ফাইল ছবি

কাশ্মীর সংকট নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) প্রতি জরুরি বৈঠকের আহবান জানিয়েছে পাকিস্তান। তবে এ বিষয়ে তাৎক্ষণিক অসম্মতি জানিয়েছে সৌদি আরব। খবর আরব নিউজ ও দ্যা ডন’র।

জানা যায়, জেদ্দায় আগামী রোববার সদস্যভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ওআইসির বৈঠকের জন্য প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। কাশ্মীর সংকট নিয়ে পাকিস্তানের জরুরি বৈঠকের অনুরোধের পরও বুধবার ওই বৈঠকের জন্য অসমম্মতি জানিয়েছে সৌদি আরব।

তবে ইসলামাবাদ মনে করছে ওআইসি’র সদস্যভূক্ত দেশে পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে একটি সভা না করতে পারায় ব্যর্থতা দেখা দিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়া সফরকালে এক ভাষণে কাশ্মীর নিয়ে ওআইসির নীরবতায় হতাশা প্রকাশ করে বলেছেন, ‘এর কারণ হলো আমাদের কোনো বক্তা নেই; আমাদের মধ্যে বিভাজন রয়েছে। এমনকি আমরা কাশ্মীর নিয়ে ওআইসির বৈঠকে সামগ্রিকভাবে একসঙ্গে আসতে পারি না।’

গেল আগস্টে ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ আইন বাতিল করে দেশটির সরকার। এরপরই ওআইসির সদস্যভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদেরকে কাশ্মীর সমস্যা সমাধানের উদ্যোগী করার চেষ্টা করে আসছে পাকিস্তান।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি