ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাইকেল ‘স্পর্শ’ করায় এক ব্যক্তিকে পিটিয়ে মারলো দুই নারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৬:৪০, ৭ ফেব্রুয়ারি ২০২০

দুই নারীর পিটুনিতে যুবক নিহত

দুই নারীর পিটুনিতে যুবক নিহত

Ekushey Television Ltd.

সাইকেলের সামান্য স্পর্শ লাগায় এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে মারার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। আজ সকালে হাসপাতালে সেই ব্যক্তির মৃত্যু হয়। 

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বিরাটির উত্তর সপ্তগ্রামে। ঘটনার পর থেকেই এলাকায় শুরু হয় তুমুল বিক্ষোভ। 

স্থানীয়রা বলছেন, গত ১ ফেব্রুয়ারি ছেলেকে নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিকাশ মাঝি নামে এক ব্যক্তি। অভিযোগ, সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন ওই দুই নারী। 

স্থানীয়দের দাবি, বারবার বেল বাজালেও রাস্তা থেকে সরেননি নারী দুজন। পাশ কাটিয়ে যাওয়ার সময় সাইলেকের একটা অংশ মহিলাদের গায়ে লাগে। 

স্পর্শ লাগতেই বিকাশকে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করা হয় তখনই। মারধরে বিকাশ অজ্ঞান হয়ে যান। পরিবারের লোকজন খবর পেয়ে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। 

আজ কলকাতার এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হয়। খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর যায় নিমতা থানায়। বেগতিক বুঝে চম্পট দেয় অভিযুক্ত সুমিতা সিং, দিপালী দাস ও তার স্বামী সুজয় দাস। 

এদিকে, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে নিমতা থানা পুলিশ। সূত্র- জি নিউজ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি