ইরাক ও সিরিয়ায় মার্কিনিদের যুগ শেষ: ইরান
প্রকাশিত : ১৬:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:০১, ৯ ফেব্রুয়ারি ২০২০
সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি
ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির যুগ শেষ হতে চলেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি। তিনি বলেন, এখন আফগানিস্তান থেকে বিতাড়নের পালা। আফগানরা তাদের সেখান থেকে তাড়াবে।
ইরানের কোম শহরে জেনারেল কাসেম সোলাইমানির চেহলাম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেলায়েতি আরো বলেন, মার্কিনিরা ভেবেছিল জেনারেল সুলাইমানিকে হত্যা করলেই প্রতিরোধ সংগ্রাম থেমে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। তাঁকে হত্যার মাধ্যমে মার্কিনিরা মূর্খতার চূড়ান্ত রূপ প্রদর্শন করেছে।
ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানি কমান্ডার কাসেম সুলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহানদেসের শেষ বিদায় অনুষ্ঠানে ইরান ও ইরাকের মানুষ যেভাবে অংশ নিয়েছে তা ছিল নজিরবিহীন। মানুষের ব্যাপক উপস্থিতি মার্কিন শাসকগোষ্ঠীর হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন বিরোধী পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্পের এই ষড়যন্ত্রের পর ফিলিস্তিনের সব সংগঠন ও গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে।
এসি
আরও পড়ুন