ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরানের হাসপাতালে নারীর মৃত্যু, সন্দেহ করোনায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৮:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২০

আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে ইরান কর্তৃপক্ষ- তেহরান টাইমস

আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে ইরান কর্তৃপক্ষ- তেহরান টাইমস

Ekushey Television Ltd.

ইরানের একটি হাসপাতালে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়। গত সোমবার ৬৩ বছর বয়সী এ নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর রয়টার্স ও নিউ ইয়ার্ক টাইমস’র। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কাইনুস জাহানপোউর বলেন, ‘ইরানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি।’ ইরানের সীমার মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন নিশ্চিত খবর নেই বলে দাবি করছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

আজ বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১১৫ জনের মৃত্যু হয়েছে বলে চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দাবি করছে। এ দিন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ১৭২ জন। বিশ্বজুড়ে ৩০টি দেশে কয়েক হাজার করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি