ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এরদোগানের হুমকি মূল্যহীন: সিরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২০

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা চালানোর যে হুমকি দিয়েছেন, তা ‘মূল্যহীন’ বলে মন্তব্য করেছে সিরিয়া। খবর পার্সটুডের। 

দামেস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্টের সিরিয় সেনাবাহিনীর ওপর হামলার হুমকি মোটেই পাত্তা দিচ্ছে না তার দেশ। কারণ, এমন এক ব্যক্তি এ হুমকি দিয়েছেন যার পরিস্থিতি সম্পর্কে কোনো ধারনা নেই।’ 

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা তার দেশে তুরস্কের সেনা উপস্থিতিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও অভিহিত করেন।

এর আগে গতকাল তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সতর্ক করে দিয়ে বলেছিলেন, ‘আর একটি তুর্কি সৈন্যের গায়ে আঁচড় লাগলে সিরিয়ার সেনাবাহিনীর ওপর হামলা করা হবে।’ 

বুধবার তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় দেয়া ভাষণে এরদোয়ান বলেন, ‘এখন থেকে যদি একজন তুর্কি সৈন্যও আহত হয়, তাহলে সিরিয়ার যে কোনো জায়গায় তাদের সৈন্যদের ওপর আঘাত করা হবে।’

গত ১০ দিনে ইদলিবে বিদ্রোহীদের টার্গেট করে সিরীয় সৈন্যদের হামলায় কমপক্ষে ১২ জন তুর্কি সৈন্য নিহত হওয়ার পর এরদোগান এ হুঁশিয়ারি দেন।

এরদোগানের হুঁশিয়ারির একই সময়ে বিভিন্ন সূত্র জানিয়েছে, গতকাল তুর্কি সেনাদের দু’টি বিশাল বহর সিরিয়ায় অনুপ্রবেশ করেছে। বহর দু’টিতে রয়েছে ১০০ সাঁজোয়া যান ও বহু ট্যাংক। এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন তুর্কি সেনারা ইদলিব প্রদেশে ঢুকে পড়লে সিরিয়ার সেনাবাহিনী তাদের ওপর হামলা চালায়। এতে বহু তুর্কি সেনা হতাহত হয়।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি