ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে আবারও রকেট হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ইরাকের কিরকুকেতে রকেট হামলা- আল জাজিরা

ইরাকের কিরকুকেতে রকেট হামলা- আল জাজিরা

Ekushey Television Ltd.

ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত কিরকুকে একটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা৪৫ মিনিটে কে১ ঘাঁটিতে কাতিয়ুসা রকেট দিয়ে এ হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর আল জাজিরা’র।

কাসেম সোলাইমানির মৃত্যুতে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর ইরানের পক্ষ থেকেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, গত ২৭ ডিসেম্বর ঐ ঘাঁটিতে অন্তত ৩০টি রকেট হামলা হয়েছিল। এতে এক মার্কিন কন্ট্রাক্টর প্রাণ হারান। এ ঘটনার জন্য ইরান-ঘনিষ্ঠ ইরাকি সামরিক গোষ্ঠী কাতায়িব হিজবুল্লাহকে দায়ী করে যুক্তরাষ্ট্র। পরে তাদের পাল্টা হামলায় প্রাণ হারান অন্তত ২৫ হিজবুল্লাহ সেনা।

এরপর বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও কাতায়িব হিজবুল্লাহর সহ-প্রতিষ্ঠাতা আবু আল-মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

এমএস/

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি