ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জাপানে করোনার হানায় বৃদ্ধার মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনা ভাইরাসে প্রথমবারের মত এবার জাপানে এক নারীর মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়ালেও মৃত্যুর ঘটনা এটাই প্রথম। এর আগে গত ১ ফেব্রুয়ারি উহানে এক জাপান নাগরিকের মৃত্যু হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাৎসুনোবু কাতু জানিয়েছেন, ‘গত ২২ জানুয়ারি করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নারী। এতদিন চিকিত্‍‌সাও চলছিল। কিন্তু বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হয়, পরে মারা যান তিনি।’

জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে,  ‘রাজধানী টোকিওতে নতুন করে আরও এক ট্যাক্সিচালকসহ দেশের পশ্চিমাঞ্চলীয় শহর ওয়াকাইয়ামায় এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জাপানে আক্রান্তের সংখ্যা পৌনে ৩০০ জনে পৌঁছেছে।’

এদিকে, করোনাভাইরাসে আজ শুক্রবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৪৫৩ জন ছিল। তবে আজ কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দেড় হাজারে পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা ৬৫ হাজারের বেশি।

এর আগে গত বুধ্বার দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ (২৪৪ জন) মারা যায়। শেষ খবর পর্যন্ত জাপান ছাড়া চীনের বাইরে আরও দুইখানে দুইজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এরমধ্যে সম্প্রতি হংকংয়ে মারা গেছেন একজন। আরেকজন ফিলিপাইনে।

এআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি