ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

এশিয়ার বাইরে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০

ফ্রান্সে ৪৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন- দ্য নিউ ইয়র্ক টাইমস

ফ্রান্সে ৪৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন- দ্য নিউ ইয়র্ক টাইমস

এশিয়ার বাইরে ইউরোপে এই প্রথম করোনা ভাইরাসে একজনে মৃত্যু হয়েছে। ফ্রান্সে চীনা এক পর্যটক এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যগনিস বুজাইন আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস’র। 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী ঐ পর্যটক চীনের হুবেই প্রদেশ থেকে এসেছিলেন। প্রায় এক সপ্তাহ বিচাট ক্লাউডে বার্নেড হাসপাতালে চিকিৎসার পর শুক্রবার তিনি মারা যান। মৃতের মেয়েও এ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। 

মৃতের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ফ্রান্সে ৪৪ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

অন্যদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে লাশের সারি। গত ২৪ ঘণ্টায় মহামারি আকার ধারণ করা এ ভাইরাসে মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও ১৪২ জন। এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে আজ রোববার পর্যন্ত চীনে মৃতের সংখ্যা ১৬৬৬ জনে দাঁড়িয়েছে। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি