ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করেছে ইয়েমেন, ভিডিও প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১০:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার দৃশ্য- সংগৃহীত

সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার দৃশ্য- সংগৃহীত

Ekushey Television Ltd.

ইয়েমেনের জাওফ প্রদেশের আকাশে সৌদি আরবের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে দেশটির হুতি বিদ্রোহীরা। ভূপাতিত করার এ ভিডিওটি প্রকাশ করেছে ইয়েমেনের একটি টেলিভিশন। খবর বিবিসি’র। 

হুতিদের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারির বরাত দিয়ে বিবিসি বলেছে, শুক্রবার রাতে সৌদি সীমান্তবর্তী জাওফ প্রদেশে জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি নামানো হয়েছে বলেও তিনি জানান।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনে শনিবার জঙ্গিবিমানটি ভূপাতিত করার ভিডিও প্রচারিত হয়। টিভি চ্যানেলটি বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের ভিডিও প্রচার করেছে। জঙ্গিবিমানটি ভূপাতিত হওয়ার পর সৌদি সেনারা ঐ এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ বেসামরিক নাগরিককে হত্যা করে।

এর আগে ২০১৮ সালের জানুয়ারি মাসে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গিবিমান ও একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে।

এমএস/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি