ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাপানে সেই প্রমোদতরীতে করোনায় আক্রান্ত আরও ৭০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২০

ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ- সংগৃহীত

ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ- সংগৃহীত

Ekushey Television Ltd.

জাপানে ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ শিপে নতুন করে আরও ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জাহাজটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৫ জনে দাঁড়িয়েছে। আজ রোববার জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাতসুনোবু কাতো এ তথ্য জানান। খবর সিএনএন’র।

গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামায় ক্রুজ শিপটি এসে পৌঁছানোর পর দুই সপ্তাহ ধরে এটিকে আলাদা করে রাখা হয়েছে। এর আগে গত মাসে এ জাহাজের এক যাত্রীর শরীরে এ ভাইরাস সনাক্ত হওয়ার পর তাকে হংকংয়ে নামিয়ে দেয়া হয়। জাহাজটিতে ৩ হাজার ৭শরও বেশি যাত্রী রয়েছে। জাহাজটির অধিকাংশ যাত্রীই বয়স্ক।

জাপানে নোঙ্গর করা ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ- সিএনএন

এদিকে যতই দিন যাচ্ছে মৃতের সংখ্যা বেড়েই চলেছে এই ভাইরাসে। এ পর্যন্ত চীনে ১৬৬৯ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৬৯ হাজারের বেশি মানুষ। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে এ ভাইরাস।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি