ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাইজারে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ২৩ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০

ত্রাণ নিতে গিয়ে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে পদদলিত হয়ে শিশু ও নারীসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। 

স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির বর্ন প্রদেশের ডিফা শহরে একটি শরণার্থী ক্যাম্পে খাবার, কাপড় ও নগদ অর্থ বিতরণকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

নাইজারের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশটির গভর্নর শরণার্থীদের দেখতে এসে ত্রাণ কার্যক্রম বিতরণের উদ্যোগ নেন। এসময় ত্রাণ বিতরণকালে হঠাৎ অপেক্ষামান নারী-পুরুষদের আগে যাওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। যা নারী ও শিশুদের জন্য ছিল সবচেয়ে কষ্টের। এতে পদদলিত হয়ে অন্তত ২৩ জন নিহত ও আরও ১০ জন আহত হয়। পরে ত্রাণ বিতরণ বন্ধ করে দেয়া হয়। 

প্রসঙ্গত, ২০০৯ সালে নাইজেরিয়ার বিভিন্ন স্থানে স্থানীয় জঙ্গি সংগঠন বোকো হারামের হামলা ও সহিংসতার পর ১ লাখ ২০ হাজার মানুষে পালিয়ে পার্শ্ববর্তী দেশ নাইজারে আশ্রয় নেয়। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি