ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজেপির প্রতিহিংসায় তাপসের মৃত্যু: মমতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২০

রবীন্দ্র সদনে তাপসের মরদেহে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রবীন্দ্র সদনে তাপসের মরদেহে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Ekushey Television Ltd.

তাপস পাল বিজেপির রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, শুধু তাপসইয় নয়। আরও তিন জন বিজেপির জন্য প্রাণ হারিয়েছেন।

বুধবার তিনি তাপসকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে এসব দাবি করেন। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

মঙ্গলবার ভোরে মারা গিয়েছেন তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য ও অভিনেতা তাপস পাল। আজ বুধবার সকালে শ্রদ্ধা জানানো উদ্দেশ্যে তার মরদেহ রবীন্দ্র সদনে আনা হয়। এরপরই তার মরদেহকে শ্রদ্ধা জানাতে আসেন মমতা। এ সময় তিনি বলেন, ‘বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাপসের মৃত্যু হয়েছে। তাপস তাদের তৃতীয় শিকার। একটি এজেন্সির দ্বারা অত্যাচারিত হয়ে মানসিকভাবে বিকারগ্রস্থ হয়েছিলেন তাপস। মৃত্যুর আগে জানতেও পারলেন না তার অপরাধটা কোথায়।’

প্রায় ১ বছর এক মাস জেলে থাকার পর ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিলেন তাপস পাল। বন্দিদশাতেই শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এর দুই বছরের মাথায় গতকাল মঙ্গলবার মারা যান তিনি। এরপরই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি