ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জার্মানিতে সিসা বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২০ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০৯:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২০

ছবি-রয়টার্স

ছবি-রয়টার্স

Ekushey Television Ltd.

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের পৃথক দুটি সিসা বারে বন্দুকধারীর এলোপাতারি গুলিতে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টা নাগাদ বন্দুকধারীরা হামলা চালায় বলে জানা যায়।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলের একটি ও শহরের বাইরের আরকেটি সিসাবারে এক বন্দুকধারী গুলিবর্ষণ করলে প্রথমটিতে তিনজন এবং দ্বিতীয়টিতে পাঁচজন মারা যান।

তবে হামলাকারী পালিয়ে গেলেও সন্দেহজনকভাবে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি