ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

করোনায় বিয়ে পিছিয়েও রেহাই মেলেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:২৭, ২১ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার জন্য নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিলেন চীনের এক ডাক্তার। এবার সেই ডাক্তারই ভাইরাসে আক্রান্ত হয়ে মুত্যু বরণ করলেন।

পেং ইনহুয়া নামে এই তরুণ ডাক্তার সম্প্রতি খবরে উঠে এসেছিলেন তার বিয়ে পিছিয়ে দিয়ে। করোনা আক্রান্তদের চিকিত্‍সায় ব্যস্ত ডাক্তার এখন বিয়ে করে সময় নষ্ট করতে চাননি। বিয়ে আর করা হল না তার। করোনাভাইরাসই প্রাণ কেড়ে নিল ওই তরুণ ডাক্তারের।

চিনের জিয়াংজিয়া জেলার ফার্স্ট পিপল হাসপাতালে রেসপিরেটরি ও ক্রিটিকাল কেয়ার ইউনিটে কাজ করতেন পেং ইনহুয়া। করোনা আক্রান্তদের চিকিত্‍সা করতে করতে নিজেও এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। গত ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন তিনি। গত বৃহস্পতিবার মৃত্যু হয় তার।

এদিকে চীনের জেলগুলিতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের বিভিন্ন জেলে ইতোমধ্যেই ১,১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২,২৩৬-এ।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি