করোনার গুজব
প্রকাশিত : ১৯:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২০
পশ্চিমবঙ্গের আলিপুরের একটি পাঁচতারা হোটেলে অসুস্থ হয়ে পড়েছিলেন এক অস্ট্রেলীয় তরুণী। জ্বর ও সর্দিকাশির উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে তাঁকে ভর্তি করা হয় আলিপুরেরই একটি বেসরকারি হাসপাতালে।
গুজব রটে যায়, সিঙ্গাপুর ঘুরে আসার পর তিনি নাকি নভেল করোনা ভাইরাস সিওভিআইডি-১৯ এর শিকার হয়েছেন। খবর এই সময়’র।
তবে হাসপাতাল কতৃর্পক্ষ বুধবার জানান, এ সব গুজবই। যদিও সর্দি-কাশির উপসর্গ থাকায় কোনও ঝুঁকি না নিয়ে ঐ তরুণীকে আইডি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। রাতেই তার আইডি-তে ভর্তি হয়ে যাওয়ার কথা। বর্তমানে বেলেঘাটার ঐ হাসপাতালে অবশ্য করোনা সন্দেহে কেউ ভর্তি নেই। এ যাবৎ কারও শরীরেই রাজ্যে করোনা সংক্রমণের অস্তিত্ব মেলেনি।
এমএস/এসি
আরও পড়ুন