ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ইরানে নির্বাচনে ভোটগ্রহণের সময় বাড়লো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২০

ইরানের সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এখনও চলছে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটকেন্দ্রগুলোতে মানুষের ভিড়ের কারণে তা বাড়িয়ে আটটা পর্যন্ত করা হয়েছে। তবে প্রয়োজনে সময় আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর পার্স টুডে ও ডয়চে ভেলে’র।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেছেন, ভোটগ্রহণের সময় প্রয়োজনে সর্বোচ্চ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হতে পারে। ইরানের ভোটকেন্দ্রগুলোতে সাধারণত বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এ কারণে অতীতে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণের রেকর্ড রয়েছে এখানে। 

স্থানীয় সময় আজ সকাল ৮টায় নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এবারের নির্বাচনে সাত হাজারের বেশি প্রার্থী ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সী সব নাগরিক ভোট দিতে পারেন।

সংসদ নির্বাচনের পাশাপাশি ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনেরও ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটাররা বিশেষজ্ঞ পরিষদের সাত সদস্যকে নির্বাচিত করবেন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারাদেশে তবে বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তেহরান, কোম, উত্তর খোরাসান, খোরাসান রাজাভি এবং ফার্স প্রদেশে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি