ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইরান-তুরস্ক সীমান্তে ভূমিকম্পে নিহত ৭; আহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০

তুরস্কে ভূমিকম্পে চূর্ণবিচূর্ণ একটি ভবন- পুরোন ছবি

তুরস্কে ভূমিকম্পে চূর্ণবিচূর্ণ একটি ভবন- পুরোন ছবি

ইরান-তুরস্ক সীমান্তের কাছে রিখটারস্কেলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইরানের রেডক্রিসেন্ট সোসাইটি বলেছে, এ ভূমিকম্পে দেশের পশ্চিম আজারবাইজান প্রদেশের কোতুর এলাকার ৪৩টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পার্স টুডে’র। 

আজ রোববার স্থানীয় সময় দুপুরের আগে সংঘটিত এ ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠের ছয় কিলোমিটার গভীরে। এ ভূমিকম্প ইরানের পূর্ব আজারবাইজান ও কুর্দিস্তান প্রদেশেও অনুভূত হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তার দেশের সীমান্তবর্তী ওয়ান এলাকায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। ইরানের জরুরী উদ্ধার বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত এ ভূমিকম্পে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি