ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৩:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২০

অবশেষে পদত্যাগই করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। আজ সোমবার দেশটির রাজার কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংশ্লিষ্ট দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত স্পষ্ট নয় কে হবেন দেশটির পরবর্তী বা নতুন নির্বাচন আয়োজন করা হবে কিনা।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস’র খবরে বলা হয়েছে, মাহাথিরে এই পদত্যাগ কৌশলগত কারণে হতে পারে। পাকাতান হারাপান দলের বেশ কয়েকজন নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মতে, আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর না করতেই এই কৌশল গ্রহণ করেছেন তিনি। দলের অভ্যন্তরীন চুক্তি অনুসারে ২০২৩ সালের নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমের দায়িত্ব হস্তান্তর করার কথা মাহাথিরের।

এক সূত্র জানায়, মালয়েশিয়ার রাজা এই পদত্যাগপত্র গ্রহণ করবেন না। কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে মাহাথিরের প্রতি।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ৯৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। 
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি