ট্রাম্পের আগমনে ‘গোসল’ করলো তাজমহল
প্রকাশিত : ২২:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০
আগ্রার তাজমহল
বর্তমান বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম একটা হলো ভারতে অবস্থিত আগ্রার তাজমহল। বিশ্বের ভ্রমণপ্রেমীদের তালিকার উপরের দিকেই থাকে এর নাম। তবে ৩০০ বছরের ঐতিহাসিক এ স্থাপত্যটিকে একবারও সম্পূর্ণ ধোয়া হয়নি। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর উপলক্ষে ‘গোসল’ করানো হয়েছে তাজমহলকে।
জানা যায়, এর আগেও পাঁচবার ধোয়া হয় তাজমহলকে। কিন্তু ভেতরের সমাধিতে কোনও কিছু করা হয়নি। কিন্তু এবার সেখানেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ফলে ৩০০ বছরের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ধোয়া হলো তাজমহলকে।
মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে এতসব আয়োজন করছে ভারতের মোদি সরকার। শুধু তাজমহল নয়, ট্রাম্পকে সন্তুষ্ট করতে রাস্তার পাশের বস্তি দেয়াল দিয়ে ঢেকে দেয়া, পানের দোকানও উচ্ছেদ করেছে ভারত সরকার। সেইসঙ্গে সৌন্দর্যবর্ধনের কাজও করা হয়েছে।
এছাড়াও যমুনা নদীর দুর্গন্ধ যাতে ট্রাম্পের নাক পর্যন্ত না পৌঁছায় সেজন্য ৫০০ কিউসেক স্বচ্ছ পানি ঢেলে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে ইতোমধ্যে।
এনএস/
আরও পড়ুন