ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

করোনা ভাইরাসে ইতালিতে মৃত বেড়ে ১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ২৬ ফেব্রুয়ারি ২০২০

এশিয়ার পর এবার ইউরোপের দেশগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এরমধ্যে ইতালিতে করোনার প্রাদুর্ভাব ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩২২ জন। গতকাল মঙ্গলবারই দুই নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। 

ইতালি মন্ত্রীপরিষদের জরুরি বৈঠকের পর রোমে সংবাদ সম্নেলনে এসব তথ্য তুলে ধরেন দেশটির ন্যাশনাল সিভিল প্রোটেকশন সার্ভিসের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি।

তিনি জানান, এখনো পর্যন্ত ইতালির পাঁচটি অঞ্চলে কভিড-১৯  করোনা ভাইরাসে সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। ইতালিতে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৩২২ এবং পরিসংখ্যানের অন্তর্ভুক্ত মোট মৃত্যুর সংখ্যা এখন ১১ জন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি