ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুসলিম প্রতিবেশীদের বাঁচিয়ে নিজেই মৃত্যুর দুয়ারে প্রেমকান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২০:২২, ২৭ ফেব্রুয়ারি ২০২০

দিল্লিতে সহিংসতা

দিল্লিতে সহিংসতা

Ekushey Television Ltd.

ভারতের দিল্লিতে উদ্রবাদী হিন্দুদের হাত থেকে মুসলিম প্রতিবেশিদের বাঁচাতে গিয়ে নিজেই এখন মৃত্যুর প্রহর গুনছেন। প্রেমকান্ত বাঘেল ঝাপিয়ে পড়েছিলেন প্রতিবেশী মুসলিমদের বাঁচাতে। প্রাণ বাঁচিয়েছেন ৬ জনের। মুসলিমদের বাঁচাতে গিয়ে তিনিও উগ্রবাদীদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন। খবর দ্যা ওয়াল’র।

দিল্লিতে সংহিসতায় বৃহস্পতিবার পর্যন্ত ৩৪ জন মুসলিম নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০০ জনেরও বেশি। 
 
প্রেমকাণ্ড রাজধানীর শিব বিহার এলকার বাসিন্দা। তার এলাকায় দীর্ঘ দিন ধরে হিন্দু ও মুসলমানের মধ্যে সৌহার্দের সম্পর্ক রয়েছে। তবে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার বিষবাস্প সেই সৌহার্দে ভাটা পড়ে। প্রতিবেশী মুসলিমদের বাড়িতে পেট্রোলবোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ খবর পাওয়া মাত্রই বেরিয়ে পড়েন প্রেমকান্ত। ঝাঁপিয়ে পড়ে প্রাণরক্ষা করেন তাদের। একে একে বের করে আনেক তাদের। এক বন্ধুর মা’কে বাঁচাতে গিয়ে তিনিও অগ্নিদগ্ধ হন।

শরীরের ৭০ শতাংশ পুড়ে গেলেও সারারাত নিজের বাড়িতেই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স খবর দিলেও পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তাকে বাঁচানোর আশাও ছেড়ে দিয়েছিলেন। পরদিন সকালে স্থানীয় হাসপাতালে নেয়া হয় তাকে। তার চিকিৎসা চলছে, তবে জীবন এখনও সঙ্কটাপন্ন। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি