ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে সহিংসতার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে ভারতে চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগের দিন রোববার থেকে শুরু হওয়া এসব সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন প্রাণ হারিয়েছেন। যাদের অধিকাংশই মুসলিম। 

ক্ষমতাসীনদের হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘শান্তি ও ভ্রাতৃত্বে’র আহ্বান জানালেও গতকাল বৃহস্পতিবার হামলা থামেনি। উত্তর-পূর্ব দিল্লির অবস্থা আগের মতোই ছিল। 

মুসলিমদের অসংখ্য ঘরবাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রেহাই পায়নি মুসলিমদের ইবাদতখানা মসজিদও। এমন অবস্থায় দিল্লির খাজুরি খাস, মৌজপুর বাবরপুর, ভাগীরথী বিহারের মত শহরগুলো থেকে হাজারো মুসলিম ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। 

সহিংসতার ঘটনা তদন্তে দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দিয়েছেন যে, সহিংসতার ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়া হবে। নিহত বয়স্ক পরিবারকে ১০ লাখ ও নিহত নাবালক পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

অন্যদিকে, বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার মামলায় কেন্দ্রীয় সরকারকে ৪ সপ্তাহ সময় দিয়েছে দিল্লি হাইকোর্ট। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বাড়তি সময় চেয়েছে কেন্দ্র।

এছাড়া দিল্লিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হন সোনিয়া গান্ধী, মনমোহন সিংসহ অন্যান্য নেতারা। 

গত রোববার নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হলেও ধীরে ধীরে এটি সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। এতে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি