ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় প্রথম ব্রিটিশ নাগরিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি জাপানে কোয়ারেন্টাইনে থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রী ছিলেন।  

শুক্রবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইনে বলা হয়েছে, ডায়মন্ড প্রিন্সেসে করোনাভাইরাসে সাত শতাধিক যাত্রী আক্রান্ত হয়েছে। ওই জাহাজে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যু হওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।  

ডায়মন্ড প্রিন্সেস নামের ওই প্রমোদতরীটি গত ৫ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙ্গর করে রাখা হয়। জাহাজটিতে মোট ৩ হাজার ৭০০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৭০০ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়।  

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি