ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৩০  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ২৯ ফেব্রুয়ারি ২০২০

পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে বাস ও ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। আহতের সংখ্যা অনেক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আজ শনিবার স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ সংস্থা দ্য ডন এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় সুক্কুর জেলার রোহরি অরক্ষিত একটি রেলক্রসিংয়ে কাছে যাত্রীবাহী একটি বাসকে দ্রুতগামী একটি ট্রেন ধাক্কা দিলে বাসটি তিন টুকরা হয়ে যায়।

এতে বাসটির অন্তত ৩০ যাত্রী নিহত এবং আরও অর্ধশতাধিক যাত্রী আহত হন। হতাহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।  

সুক্কুর জেলার পুলিশ কমিশনার সফিক আহমেদ মাহেসার জানান, ‘করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ‘৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় পাঞ্জাবগামী বাসটিকে আঘাত করে। এতে বাসটিকে তিন টুকরা হয়ে প্রায় ২০০ ফিট দূরে গিয়ে আছড়ে পড়ে। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।’

দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন। হতাহতদের সবাই বাসে থাকা যাত্রী বলেও জানান তিনি। 

এর আগে গত বছরের অক্টোবরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুর শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় অন্তত ৭৩ যাত্রী নিহত হয়েছিল। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি