ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় প্রথম করোনা রোগির মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় একজনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির পার্থ শহরের একটি হাসপাতালে ৭৮ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। 

সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ান বলছে, জাপানের প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে নিয়ে আসার পর ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালের আইসোলেশনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

তবে তার নাম প্রকাশ করা হয়নি। প্রমোদতরীতে তার স্ত্রীও ছিলেন। তিনিও করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। দেশটিতে এখন পর্যন্ত ২৪ জনের দেহে করোনার সন্ধান মিলেছে। 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসে আক্রান্ত এক মার্কিন নাগরিকের মৃত্যু হলে গতকাল শনিবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একজনের মৃত্যু হয়।

ট্রাম্পের দেশে এ পর্যন্ত ৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি শহরে ইতোমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তবে দেশটিতে যাদের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে তারা করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলোতে ভ্রমনে যাননি। তা সত্ত্বেও কীভাবে সংক্রামণ ছড়াল তা নিয়ে চিন্তিত দেশটির প্রশাসন। 

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে করোনা ভাইরাস ধরা পড়ে। বিশ্বের ৪৬টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন সোয়া লাখের বেশি মানুষ এবং মারা গেছেন ২ হাজার ৯শ জনেরও বেশি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি