ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেবে আমেরিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ১ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ১৪ মাসের মধ্যে আমেরিকা ও তার মিত্ররা সব সৈন্য সরিয়ে নেবে।

গতকাল শনিবার কাতারের রাজধানী দোহায় তালেবান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার পর ওয়াশিংটন এবং কাবুল যৌথ এক বিবৃতিতে একথা বলেছে।

এতে বলা হয়েছে, তালেবান যদি চুক্তি মেনে চলে তবে ১৪ মাসের মধ্যে বিদেশী সেনা প্রত্যাহারের কাজ সম্পন্ন হবে। চুক্তির ধারায় বলা হয়েছে, চুক্তি সইয়ের ১৩৫ দিনের মধ্যে আফগানিস্তান থেকে ৮,৬০০ সেনা প্রত্যাহার করা হবে। এরপর বাকি সেনা মোট ১৪ মাসের মধ্যে প্রত্যাহার করা হবে।

২০০১ সালে সন্ত্রাসী হামলার অজুহাত তুলে আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। এ কাজে আমেরিকাকে বিশেষভাবে সহযোগিতা করে ব্রিটেন। কিন্তু যে তালেবানকে নির্মূলের জন্য আফগানিস্তানে আগ্রাসন চালিয়েছিল আমেরিকা, সেই তালেবান তেমন দুর্বল হয় নি বরং শান্তি চুক্তির মধ্যদিয়ে তালেবানের শক্তিকেই মেনে নিল আমেরিকা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি