সৌদি ড্রোন ভূপাতিত করল হুথিরা
প্রকাশিত : ১৭:১৬, ২ মার্চ ২০২০ | আপডেট: ১৭:১৯, ২ মার্চ ২০২০
ইয়েমেনিদের হাতে ভূপাতিত ড্রোন
সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনারা। ইয়েমেনের পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর হুদাইদার আকাশ থেকে এ ড্রোন ভূপাতিত করা হয়।
একটি স্থানীয় সূত্র জানিয়েছে, রোববার বিকেলে অবরুদ্ধ হুদাইদা শহরের আকাশে গোয়েন্দাগিরি করার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি আনসারুল্লাহ সমর্থিত ইয়েমেনি সেনারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল। ইয়েমেনি সেনারা সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা যুদ্ধের মোড় ঘরিয়ে দেবে।
এদিকে, গতকাল সা’দা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের গোলাবর্ষণের একটি শিশু নিহত হয়েছে। সৌদি জোটের সেনারা সা’দা প্রদেশের বেসামরিক আবাসিক এলাকায় গোলাবর্ষণ করলে ওই শিশু নিহত হয়। এছাড়া, আল-জাওফ প্রদেশে সৌদি বাহিনী কয়েকদফা বিমান হামলা চালিয়েছে।
এসি
আরও পড়ুন