ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার করোনার হানা সৌদিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অনেক আগেই ছড়িয়েছে। এবার সেই তালিকায় স্থান পেয়েছে মধ্যপ্রা‌চ্যের আরেকটি দেশ সৌ‌দি আর‌ব। দেশটিতে প্রথমবারের মতো এক ব্যক্তিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের উহান থেকে ছড়িয়া পড়া করোনা ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ৫৩টিরও বেশি দেশে হানা দিয়েছে।

সোমবার (২ মার্চ) সৌ‌দি আর‌বের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃ‌তি‌তে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরে আসা এক নাগরিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেছে চিকিৎসকরা।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনায় আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের কাছ থেকেও নমুনা নেওয়া হয়েছে, শিগগিরই তাদের ফলাফলগুলো প্রকাশ করা হবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুয়েতে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। এরপরই আছে বাহরাইন, দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯।

তবে মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ ইরান রয়েছে ভয়াবহ অবস্থায়। দেশটিতে এখন পর্যন্ত করোনার সংক্রমণে ৬৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ১৫০১ জন।

চীন ছাড়া আরও ১১টি দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদের মধ্যে চীন ও ইরানের পরে রয়েছে ইতালী। দেশটিতে এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। 

সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত ৩১১৬ জন মারা গেছে প্রাণঘাতী ভাইরাস করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ১৯৪২ জন রয়েছে করোনার উৎপত্তিস্থল চীনের। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি