ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে করোনা ভাইরাসের সংক্রমণ, সতর্কবস্থা জারি

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ৩ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অনেক আগেই ছড়িয়েছে। এবার সেই তালিকায় স্থান পেয়েছে মধ্যপ্রা‌চ্যের আরেকটি দেশ সৌ‌দি আর‌ব। দেশটিতে প্রথমবারের মতো এক ব্যক্তিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটি এখন পর্যন্ত বিশ্বের ৫৩টিরও বেশি দেশে হানা দিয়েছে।

সোমবার (২ মার্চ) সৌ‌দি আর‌বের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃ‌তি‌তে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরে আসা এক নাগরিকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করেছে চিকিৎসকরা।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনায় আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের কাছ থেকেও নমুনা নেওয়া হয়েছে, শিগগিরই তাদের ফলাফলগুলো প্রকাশ করা হবে।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ তৌফিক আল-রাবিয়াহ বলেছেন যে, চীনে প্রথম করোনাভাইরাসে আক্রান্তের পর থেকে সৌদি কর্তৃক গৃহীত সতর্কতামূলক পদক্ষেপের প্রশংসা করে আল-রাবিয়া বলেছিলেন, আমরা সৌদি আরবে সকল আগতকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিশেষত এই রোগে আক্রান্ত দেশ থেকে আগত যারা। সৌদি আরবে ২৯৮ টিরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে, এগুলি সবই নিরাপদে পাওয়া গেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ভাইরাস সম্পর্কিত যে কোনও প্রশ্নের জন্য ৯৩৯ নাম্বার কল করে কেন্দ্রের সাথে যোগাযোগ করার জন্য সকল ব্যক্তিকে আহ্বান জানিয়েছে এবং কোন গুজব বিশ্বাস না করে স্বাস্থ্য মন্ত্রানলয়ের অফিসিয়াল তথ্য মেনে চলার আহব্বান জানান।

চীনের উহান শহর থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। চীনের ৩০টি প্রদেশ ছাড়াও বিশ্বের অন্তত ৫৯টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

চিনের পরেই ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকে প্রাণ হারিয়েছেন, ১৫০০ জন সংক্রমণের শিকার, এমন তথ্যই পাওয়া গিয়েছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩৯ হাজার লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া এ পর্যন্ত অন্তত তিন হাজার মানুষ এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুয়েতে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। এরপরই আছে বাহরাইন, দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯।

তবে মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি