ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনা আতঙ্কে ৫৪ হাজার বন্দীকে ছেড়ে দিচ্ছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৪ মার্চ ২০২০

করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনের পরেই রয়েছে ইরান। দেশটিতে বুধবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭ জনের। আর প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২,৩৩৬ জন। ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে দেশটিতে। এ অবস্থায় কারাগারে থাকা ৫৪ হাজার বন্দীকে সাময়িকভাবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। 

মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। করোনা ভাইরাস ছড়ানো ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির একজন উপদেষ্টা ও পাঁচজন সাংসদও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। শুধু তাই নয়, ইরানের ৭ ভাগ আইনপ্রণেতা প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।  

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে দ্রুতগতিতে করোনাভাইরাস ছড়াতে থাকায় বেশ কয়েকটি দেশ ইরানের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 

করোনা ভাইরাস ছড়িয়ে পরার আতঙ্কে শনিবার যে ছুটি ঘোষণা করা হয়েছিল তা চলতি সপ্তাহের শেষ পর্যন্ত চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের প্রশাসন।

ইরানে করোনা ভাইরাসে ক্রমশ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সোমবার সন্ধ্যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি চার সদস্যের দল তেহরান পৌঁছেছে।

সপ্তাহব্যাপী এই সফরে দেশের স্বাস্থ্য ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে করে গাইডলাইন দেবেন। হাসপাতালের পরিকাঠামো দেখে পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না তাও দেখবেন বলেই এদিন জানা গেছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি