ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

করোনা ভাইরাস: ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ৫ মার্চ ২০২০

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দেশটির ৩টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়াতে প্রথম একজনের মৃত্যুর পর জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া সিয়াটল ও সান ফ্র্যান্সিসকোতে নিজ কর্মীদের বাড়ি থেকে অফিস করার অনুরোধ জানিয়েছে মাইক্রোসফট।

অঙ্গরাজ্যটির স্যাক্রামেন্টোর একটি হাসপাতালে ৭১ বছর বয়সী একজনের মৃত্যু হলে এরপরই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এ খবর জানা যায়।

ওই ব্যক্তি একটি প্রমোদতরীতে থাকার সময় তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে বলে ধারাণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় শতাধিক। এর আগে ওয়াশিংটন ও ফ্লোরিডায়ও জরুরি অবস্থা ঘোষণা করা হয়। দেশজুড়ে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।

এদিকে ইতালিতে ভাইরাসে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ অবস্থায় দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান মার্চের ১৫ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ৯২ হাজারে পৌঁছেছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি