ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

‘ভাগ হচ্ছে ভারত’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯, ৫ মার্চ ২০২০

কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, সহিংসতায় যে ৪৬ জনের প্রাণ গেল এতে কারও লাভ হয়নি। শুধু মানুষের ক্ষতি হয়েছে, ভারতমাতার ক্ষতি হয়েছে; আর এতে ভারত ভাগ হচ্ছে। 

রাহুল গান্ধীর ও কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ব্রিজপুরি স্কুল পরিদর্শন করেন। গত সপ্তাহের দাঙ্গায় স্কুলটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পুড়ে যাওয়া স্কুলে দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, ‘এই স্কুল হলো ভারতের ভবিষ্যৎ। ঘৃণা ও সহিংসতা এটিকে ধ্বংস করেছে। আমাদের ভবিষ্যৎ পুড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি