করোনা আতঙ্কে লন্ডন বইমেলা বাতিল
প্রকাশিত : ১২:০৮, ৫ মার্চ ২০২০
লন্ডন বইমেলা। ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। আতঙ্কের এই আবহে তিন দিন আগে বন্ধ হয়ে গিয়েছিল প্যারিসের লুভ্র মিউজিয়াম। এবার সংক্রমণের ভয়ে লন্ডনের বইমেলাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ।
বিশ্বের অন্যতম জনপ্রিয় এই বইমেলা হওয়ার কথা ছিল আগামী ১০ থেকে ১২ মার্চ। শুধুমাত্র মেলা উপলক্ষে কমপক্ষে ২৫ হাজার মানুষের জমায়েত হতো পশ্চিম লন্ডনে। কিন্তু বিশ্বের নানাপ্রান্তে যে গতিতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, তাতে মেলায় আগতরা আদৌ সুরক্ষিত নয় বলে মনে করছে ব্রিটিশ সরকার। তাই আগেভাগেই মেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে নতুন করে ৩৪ জন সংক্রমিত হয়েছে প্রাণঘাতী ভাইরাস করোনায়। দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা এখন ৮৫।
এদিকে, লুভ্র কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আজ থেকে ফের মিউজিয়ামটি খোলা রাখছেন। যে কর্মীদের আপত্তিতে মিউজিয়াম বন্ধ রাখা হয়েছিল, তারা ফের কাজে ফিরেছেন। ফরাসি সরকার বলেছে, ফ্রান্সের পরিস্থিতি অতটা উদ্বেগের নয় যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই মিউজিয়াম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে।
নতুন করে চিলি, পোলান্ড এবং আর্জেন্টিনায় করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। একই সঙ্গে স্পেন আর ইরাক থেকে প্রথম মৃত্যুর খবর মিলেছে।
ইতিমধ্যে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে ৩ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে প্রায়
৯৫ হাজার ৪৮১ জন। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন।
এএইচ/
আরও পড়ুন