ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোটার কার্ডে কুকুরের ছবি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

ভোটার কার্ডে বাবার নাম ভুল ছিল। তাই ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ানের রামনগরের বেওয়া ২ গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের এক বাসিন্দা তা সংশোধনের আবেদন করেছিলেন। 

তার পরে যে সংশোধিত ভোটার কার্ডটি তার হাতে এসেছে, তাতে তাঁর বাবার নাম ঠিক হয়েছে। কিন্তু তাঁর ছবির জায়গায় রয়েছে একটি কুকুরের ছবি। 

ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও বিনয়চন্দ্র রায় বলেন, ‘ওই ব্যক্তি ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। পরে খসড়া ভোটার তালিকায় ভোটারের ছবির জায়গায় কুকুরের ছবি দেখে আমাকে দ্রুত ভোটারের বাড়ি গিয়ে পাসপোর্ট ছবি আনার নির্দেশ দেওয়া হয়। আমি তড়িঘড়ি গিয়ে ছবি এনে জমা দিয়েছিলাম। তা সত্ত্বেও এত বড় ভুল কী করে হল ভেবে পাচ্ছি না।’ 

সূত্র: আনন্দবাজার


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি