ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা ভাইরাস : যুক্তরাজ্যে প্রথম মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ৬ মার্চ ২০২০

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনিই প্রথম ব্যক্তি যিনি দেশটিতে এই প্রাণঘাতীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। মারা যাওয়া ওই মানুষটি একজন নারী, তার বয়স ছিল ৭০ বছর।

জানা গেছে, বুধবার পরীক্ষায় তার করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি ধরা পড়ে। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, দেশটিতে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে যুক্তরাজ্যে ১১৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
সূত্র : বিবিসি
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি