ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় এবার ইরানি রাষ্ট্রদূতের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

মরণব্যাধি করোনা ভাইরাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদীর মৃত্যুর পর এবার মারা গেলেন আরেক ইরানি রাষ্ট্রদূত। 

তিনি হলেন-ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম। তিনি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফার্সের খবরে বলা হয়েছে, ইরানি পার্লামেন্টের প্রায় ৮ শতাংশ সদস্য করোনায় আক্রান্ত। দেশটির সরকারি কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ইরানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১১০ জন। যা চীনের বাইরে তৃতীয় সর্বোচ্চ। ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ইরানের সব প্রদেশের রাজধানীতে জুমার নামাজ বাতিল করা হয়েছে।

এছাড়া চীনে এ পর্যন্ত তিন হাজার ৩০০ জনের মতো মারা গেছে। এছাড়া মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি। 

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনা ভাইরাস ধরা পড়ে। ইতোমধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি