ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ৬ মার্চ ২০২০ | আপডেট: ১৭:২২, ৬ মার্চ ২০২০

হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা আক্রান্ত একজন রোগী। ভারতের ওডিশার একটি হাসপাতালে একজন আইরিশ নাগরিককে ভর্তি করা হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, করোনা আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। এতে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ওড়িশার কটক শহরের একটি সরকারি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল এই আইরিস নাগরিককে। সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবারই ভূবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিক্যাল স্ক্রিনিং-এর পর আটকানো হয় তাকে। ওই ব্যক্তি ও তার এক সঙ্গীকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

কী ভাবে ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালালেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে সিঙ্গাপুর থেকে আসা এক দম্পতিকে পারাদ্বীপ বন্দরে আটক করা হয়েছিল, করোনাভাইরাস পরীক্ষায় তাদের ফল নেগেটিভ এসেছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি